বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে রাজধানীমুখী যাত্রীদের ভীড়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সর্বাত্মক লকডাউনের মধ্যে রোববার থেকে সব দোকানপাট খুলে দেয়ার ঘোষণায় মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে রাজধানীমুখী যাত্রীদের ভীড় শুরু হয়েছে।
লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকলেও বিকেলে ফেরিতে যাত্রীদের ভীড় ছিল চোখে পড়ার মতো। ঘাট কর্তৃপক্ষ জানায়, বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে সাধারণত ১৮টি ফেরি চলাচল করলেও করোনা ভাইরাসের চলমান লকডাউনে চলাচল করছে মাত্র ৫টি ফেরি। দুপুর থেকেই ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়তে থাকে। এছাড়া যাত্রীদেরও চাপ বাড়তে থাকে ফেরিঘাটে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে করে পারাপার হচ্ছেন। অতিরিক্ত যাত্রীদের চাপের কারনে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি।