আগামী ২৮ এপ্রিলের পর দেশে আর কঠোর লকডাউন থাকছে না
- আপডেট সময় : ০৮:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
আগামী ২৮ এপ্রিলের পর দেশে আর কঠোর লকডাউন থাকছে না। স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে সবকিছুই খুলে দেয়া হবে। দোকানপাট খোলার পর চালু হবে গণপরিবহন, সীমিত পরিসরে খুলবে সরকারি-বেসরকারি অফিসও। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্যই।
বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, আগামী ২৮ এপ্রিলের পর বিধিনিষেধ শিথিল করা হবে। কিন্তু নো মাস্ক নো সার্ভিসের ফরমান শতভাগ কার্যকর থাকবে। মানুষ মাস্ক পরবে এবং নিরাপদ দূরত্ব মেনে চলবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানলেই জীবন-জীবিকা দুটিই একসাথে চালানো সম্ভব হবে। এই সময়ে সংক্রমণও অনেকটা কমে আসবে। তিনি বলেন, গণপরিবহন চালুর বিষয়টিও বিবেচনার পর্যায়ে আছে। চালু হলেও আগের নিয়মে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলতে হবে। জীবনযাত্রা স্বাভাবিক করা হবে শতভাগ স্বাস্থ্যবিধি মেনেই। যেভাবে ধাপে ধাপে বন্ধ হয়েছে, সেভাবে খুলবেও ধাপে ধাপে। তবে সামনে লকডাউন আর তেমনভাবে বাড়বে না। জীবনযাত্রার সার্বিক বিষয়ে দিক-নির্দেশনা দিয়ে আগামী ২৮ এপ্রিল নতুন প্রজ্ঞাপন জারি হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারী-বেসরকারী সব অফিসে সীমিত জনবল উপস্থিতির বিষয়টিও নির্দিষ্ট করা হবে।