ভারত এবং পাকিস্তান থেকে আসা সব যাত্রিবাহী বিমানের প্রবেশ নিষিদ্ধ করেছে কানাডা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ভারত এবং পাকিস্তান থেকে আসা সব যাত্রিবাহী বিমানের প্রবেশ নিষিদ্ধ করেছে কানাডা। আগামী ৩০ দিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছেন কানাডার পরিবহণ মন্ত্রী ওমর আলঘাবরা। তবে যাত্রিবাহী বিমান বন্ধ থাকলেও পণ্যবাহী বিমান চলবে।
কানাডার স্বাস্থ্যমন্ত্রী জানান, কানাডায় আসা প্রায় ২ শতাংশ যাত্রীর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তিনি বলেন, গত দু’সপ্তাহে দিল্লি থেকে ১৮টি এবং লাহোর থেকে ২টি বিমান এসেছে। প্রত্যেক বিমানে অন্তত এক জন করে যাত্রীর দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। তারপরই এই সকর্কতামূলক পদক্ষেপ নিয়েছে কানাডা। ইতিমধ্যেই বৃটেন এবং হংকং ভারত থেকে যাত্রিবাহী বিমানের উড়ান সাময়িক ভাবে স্থগিত রেখেছে।