বাংলাদেশে করোনা ভাইরাসের আরেকটি নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত
- আপডেট সময় : ০২:০৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
বাংলাদেশে মহামারি করোনা ভাইরাসের আরেকটি নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। বি পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ টু ফাইভ নামের এই ভ্যারিয়েন্টের আটটি নমুনা পাওয়া গেছে।
গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটার….জিআইএসএআইডি’র এ তথ্য দিচ্ছে। গত ৮ থেকে ১৯ এপ্রিলের মধ্যে নমুনা জিনোম সিকোয়েন্সে করে নতুন ভ্যারিয়েন্ট পাওয়ার ওই ফলাফল জিআইএসএআইডির ডাটাবেজে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বিজ্ঞানীরা ৬টি শনাক্ত করেছেন। বাকি দুটির একটি ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভের এবং একটি শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশনের বিজ্ঞানীরা শনাক্ত করেছেন। ১৫ ডিসেম্বর যুক্তরাজ্যে প্রথমবারের মতো নতুন মিউটেশনের এই করোনা শনাক্ত হয়। একই মাসে ভ্যারিয়েন্টটি নাইজেরিয়াতেও পাওয়া যায়। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে বাংলাদেশে মারা গেছেন আরও ৮৮ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৬৯ জনে।