দেশের সকল মানুষের টিকাপ্রাপ্তি নিশ্চিত করার আহ্বান জিএম কাদেরের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, করোনার টিকা পাওয়ার ব্যাপারে মানুষের মাঝে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। সারাদেশে টিকা পাওয়ার যোগ্য সকল জনগোষ্ঠিকে টিকা দেয়া সরকারের দায়িত্ব। যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা সময়মতো দ্বিতীয় ডোজ পাবেন কিনা তা নিয়ে শংকা প্রকাশ করে তিনি বলেন, গেলো ফেব্রুয়ারি থেকেই চুক্তি অনুযায়ী ভারত থেকে টিকা না আসায় হতাশা সৃষ্টি হয়েছে সবার মাঝে। দেশের মানুষ জানতে চায় টিকার ব্যাপারে সরকার কী উদ্যোগ নিয়েছে? রোববার এক ভিডিও বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এসব কথা বলেন।