হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
আলোচিত ও সমালোচিত ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও মহানগরের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে মুহিবুল্লা বাবুনগরীকে প্রধান উপদেষ্টা জুনায়েদ বাবুনগরী আহবায়ক আর নুরুল ইসলামকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। গতকাল রাত ১১ টায় হঠাৎ করেই নিজের ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় হেফাজতের বর্তমান কমিটি বিলুপ্তির ঘোষণা দেন সংগঠনের সাবেক আমির জুনায়েদ বাবুনগরী। পরে রাত আড়াইটায় জুনায়েদ বাবুনগরীর একান্ত সচিব মওলানা এনামুল হকের পাঠানো ক্ষুদে বার্তায় নতুন আহবায়ক কমিটি গঠনের বিষয়টি জানানো হয় গণমাধ্যকে।