হেফাজতের সব কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা
- আপডেট সময় : ০২:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
রাতভর নানা নাটকীয়তার পর, সব কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করেছে আলোচিত ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম। এদিকে, প্রতিষ্ঠাতা আমির আহমদ শফির আদর্শে সংগঠনকে ফিরিয়ে আনতে আরেকটি নতুন কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন অন্য অংশের নেতারা। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় এখন মুখোমুখি অবস্থানে দু’পক্ষের নেতাকর্মীরা।
বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হামলা, রিসোর্টে নারী কেলেঙ্কারী, এরপর মামলা ও গ্রেফতারে কোণঠাসা হেফজতে ইসলাম। এখন আগের সব কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি আর পাল্টা কমিটির ঘোষণা দিয়ে ফের আলোচনায় এসেছে তারা।
রোববার রাত ১১টায় হঠাৎ করেই ফেসবুক লাইভে এসে কেন্দ্রীয় ও সব মহানগরের কমিটি বিলুপ্তির ঘোষণা দেন সংগঠনটির সাবেক আমির আল্লামা জুনাইদ বাবুনগরী। এই ঘোষণার দেড় ঘন্টার মাথায় প্রতিষ্ঠাতা আমির আহমদ শফির অনুসারীদের মুখপাত্র, আলাদা একটি ভিডিও বার্তায় পাল্টা কমিটি গঠনের ঘোষণা দেন।
গভীর রাতে জুনায়েদ বাবুনগরীর একান্ত সচিব এনামুল হক ক্ষুদে বার্তায় আহবায়ক কমিটির তথ্য জানান। এরপর, হেফাজতের নতুন সদস্য সচিব আরেকটি ভিডিও বার্তায় ৫ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করেন। শিগগিরই পুর্ণাঙ্গ কমিটি গঠনের কথাও জানান তিনি।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের দিন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হামলা চালায় হেফাজতের অতিউৎসাহী নেতাকর্মীরা। এই ঘটনায় দেশজুড়ে ৭৭টি মামলায় ৬৯ হাজার নেতা-কর্মীকে আসামী ও গ্রেফতার করা হয়েছে প্রায় দু’ডজন শীর্ষ নেতাকে। তাছাড়া, মামুনুল হকের রিসোর্ট কেলেঙ্কারীতে ইমেজ সংকটে পড়েছে সংগঠনটি। বিতর্কিতদের বাদ দিয়ে, হারানো ইমেজ ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে মনে করছেন, সংশ্লিষ্টরা।