রাজশাহী বিভাগে ফুরিয়ে এসেছে করোনার ভ্যাকসিন
- আপডেট সময় : ০৫:১৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / ১৫১৪ বার পড়া হয়েছে
রাজশাহী বিভাগে ফুরিয়ে এসেছে করোনার ভ্যাকসিন। দিন দশেকের মধ্যেই শেষ হয়ে যাবে সব মজুদ। এর ফলে দ্বিতীয় ডোজ নিতে বিড়ম্বনায় পড়ছেন অনেকে। এরই মধ্যে বিভিন্ন জেলার জন্য আরো ভ্যাকসিন চাওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। তবে সময়মতো পাওয়া যাবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
প্রথমদিকে তেমন সাড়া না মিললেও, ধীরে ধীরে করোনা প্রতিষেধক ভ্যাকসিন নিতে ভিড় বাড়ে কেন্দ্রগুলোতে। টিকা নিতে আনুষ্ঠানিকভাবে উদ্বুদ্ধ করা হয় সাধারণ মানুষকে। তবে প্রথম ডোজের পর, দ্বিতীয়টি নিতে বিড়ম্বনায় পড়েছে অনেকে।
রাজশাহী বিভাগে প্রথম ডোজ নিয়েছে প্রায় সাড়ে ছ’লাখ মানুষ। এ পর্যন্ত দ্বিতীয় ডোজ পেয়েছে সোয়া দুই লাখেরও বেশি লোক। তবে, মজুদ ফুরিয়ে আসায় ঈদের পর ভ্যাকসিন দেয়া নাও হতে পারে বলে জানিয়েছে, সংশ্লিষ্টরা।
রোববার মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এ সময় আরো ভ্যাকসিন চাওয়া হয়েছে।
রাজশাহী বিভাগের আট জেলার জন্য আপাতত মজুদ আছে মাত্র দেড় লাখ ডোজ। করোনা প্রতিরোধে নিরবচ্ছিন্নভাবে এই কার্যক্রম চালাতে দ্রুত ভ্যাকসিনের মজুদ বাড়ানোর তাগিদ দিয়েছে সংশ্লিষ্টরা।