সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ ঝিনাইদহ গোপালগঞ্জ ও কুমিল্লায় ৯ জন নিহত
- আপডেট সময় : ০৫:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ, ঝিনাইদহ, গোপালগঞ্জ ও কুমিল্লায় ৯ জন নিহত হয়েছে।
ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। পুলিশ জানায়, নেত্রকোণাগামী ট্রাকের ধাক্কায় ময়মনসিংহগামী সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাকি আরো দু’জন মারা যায়।
ঝিনাইদহে প্রাইভেট কারের ধাক্কায় দুইনারীসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছে। ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি প্রাইভেটকা সামনে দাড়াতে গেলে ইজিবাইক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রেনু বেগম নামের এক নারী নিহত হয়।
গোপালগঞ্জে এক ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছে। মাঝগাতি যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।
কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় সজিব দাস নামে ১ জন নিহত হয়েছে।