সবকিছুতে ব্যর্থ হয়ে বিএনপি এখন শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৫১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
সবকিছুতে ব্যর্থ হয়ে বিএনপি এখন শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে প্রধানমন্ত্রীর ও দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। জনগণকে বাঁচাতে সরকার যেভাবেই হোক ভ্যাকসিন সংগ্রহ করবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বুধবার সকালে শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে কারো সাথে বিশেষ কোন সম্পর্কের দরকার নেই, করোনাকে মোকাবিলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
৭৫’এর নির্মম হত্যাকান্ডের মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউর রহমান, এমন দাবি করে বিএনপিকে হত্যা, ষড়যন্ত্র ও সন্ত্রাসের পথ থেকে সরে আসার আহবান জানান ওবায়দুল কাদের।
এদিকে, দুপুরে রাজধানীর মিন্টু রোডের বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ।
সরকার অত্যন্ত দক্ষতার সাথে করোনা মোকাবিলার পাশাপাশি মানুষের জীবিকা রক্ষার জন্য কাজ করে যাচ্ছে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।