খুলনায় হঠাৎ শিশুদের ডায়রিয়ায় আক্রান্তের হার বেড়ে গেছে
- আপডেট সময় : ০৭:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
খুলনায় হঠাৎ শিশুদের ডায়রিয়ায় আক্রান্তের হার বেড়ে গেছে। সুপেয় পানির সংকটে পানিবাহিত রোগ বেড়েছে বলে জানান, চিকিৎসকরা। এদিকে, অনাবৃষ্টির কারণেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সংকট দেখা দিয়েছে সুপেয় পানির।
গরমে খুলনায় বেড়েছে শিশুদের ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। স্থানীয় শিশু হাসপাতালে এ মাসে সাত’শ ৯৫ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে তিন’শ ৪৪ জনই ডায়রিয়া রোগী। এর বেশিরভাগই সুপেয় পানির সংকটে থাকা উপকূলের মানুষ। গরমে ঠান্ডা লেগে কাশি, নিউমোনিয়া, পানি শূন্যতা, খিচুনিসহ নানা জটিল উপসর্গ নিয়ে আসছে তারা।
সুপেয় পানির অভাবে শিশুসহ সব বয়সী মানুষের ডায়রিয়া,কলেরা, টাইফয়েড হতে পারে বলে জানান, চিকিৎসক।
তীব্র গরমে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। লকডাউন উঠে গেলে রোগীর চাপ বেড়ে যাওয়ার আশঙ্কা করছে শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক।
শিশুদের যে কোনো সমস্যায় দ্রুত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ওষুধ খাওয়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।