স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের আরো বেশি মনোযোগি হওয়া প্রয়োজন: স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০২:১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের আরো বেশি মনোযোগি হওয়া প্রয়োজন। স্বাস্থ্যখাতের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। স্বাস্থ্যসেবায় বিঘ্ন ঘটলে সকল উন্নয়ন থেমে যায়।
দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্বিবিদ্যালয়ের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের ভার্চুয়ালী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরো বলেন, মানুষের অসচেতনতা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনার দ্বিতীয় ঢেউ এসেছে। এখন তৃতীয় ঢেউ যেন না আসে, তার জন্য সবাইকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যবিধি মানতে হবে। শুধু লকডাউন দিয়ে করোনা মোকাবিলার স্থায়ী সমাধান সম্ভব নয়। এর জন্য জনসচেতনতাই স্থায়ী সমাধান। দেশে করোনা ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ভ্যাকসিনের সংকট সমাধানের জন্য চায়না এবং রাশিয়ার ভ্যাকসিনের জন্য অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া দেশেও ভ্যাকসিন তৈরির অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।