সিলেটে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা
- আপডেট সময় : ০৭:৫২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
সিলেটে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কিন্তু, এর মধ্যে টিকা গ্রহণের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে। ২৬ এপ্রিল থেকে ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন চালান না এলে দ্বিতীয় ডোজ থেকেও মানুষ বঞ্চিত হতে পারে বলে আশংকা করছে সিভিল সার্জন।
সারাদেশের মতো সাত ফেব্রুয়ারি থেকে সিলেটেও শুরু হয় করোনার ভ্যাক্সিন প্রদান কার্যক্রম। প্রথম ডোজের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল দু’লাখ ৬৮ হাজার ৮৮। তবে, এ বিভাগে লক্ষ্যমাত্রার চেয়ে ৩২ হাজার ১১ জন বেশি টিকা নিয়েছে। ভ্যাক্সিন সংকটে ২৬ এপ্রিল থেকে প্রথম ডোজ প্রদান বন্ধ করা হয়েছে।
কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হলে টিকা কার্যক্রম আবার শুরু হবে বলে জানান, সিভিল সার্জন।
স্বাস্থ্য অধিদপ্তরের মজুদ ২৫ লাখ টিকা থেকে আরো কিছু পেতে পারেন বলেও জানান তিনি।
সরকার ভ্যাক্সিন সংগ্রহে কার্যকর উদ্যোগ নেবে বলে আশা করে সিলেটবাসী।