ইলিশ ধরার দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে
- আপডেট সময় : ০২:২৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ইলিশ ধরার দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে।নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নৌকা মেরামত আর জাল সেলাই শেষ করে, ইলিশ শিকারের অপেক্ষায় মুখিয়ে আছেন তারা।
জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় গত দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় নিষিদ্ধ ছিলো মাছ ধরা। নিষেধাজ্ঞার শেষ সময়ে বেড়েছে জেলেদের ব্যস্ততা। গত বছর দেশে ইলিশের উৎপাদন ছিলো ৫ লাখ মেট্রিক টনের বেশি। এবার ৬ লাখ মেট্রিক টনে উন্নিত হওয়ার আশা মৎস্য বিজ্ঞানীদের। এদিকে, দুই মাসের বিরতির পর নদীতে নামতে প্রস্তুত ভোলার জেলেরাও। সরব হচ্ছে ঘাটগুলো। ইলিশ শিকার করে ধার-দেনা শোধের স্বপ্ন জেলেদের। আর, নিষেধাজ্ঞা সফল হওয়ায় এবার ইলিশ উৎপাদন বাড়বে বলে আশা করছেন মৎস্য কর্মকর্তারা। ২০০৬ থেকে মার্চ-এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। এই সময়ে নদীতে মাছ ধরা, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ।