বাগেরহাট উপকূলে সুপেয় পানির তীব্র সংকট
- আপডেট সময় : ০২:২৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বাগেরহাট উপকূলে সুপেয় পানির তীব্র সংকটে দেখা দিয়েছে ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগ। পানি ফুটানো ও বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহারের আহবান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদিকে, পানিশূন্য হয়ে পড়েছে ফেনীর কয়েকটি উপজেলা। প্রচণ্ড তাপদাহ আর অনাবৃষ্টির কারণে নলকূপ, পুকুর-খাল-বিলসহ কোথাও পানি নেই। চরম দুর্ভোগে রয়েছে স্থানীয়রা।
বাগেরহাটে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানি শুকিয়ে যাওয়ায় পুকুরের ফিল্টার অকেজো হয়ে পড়েছে। খাবার ও রান্না করার পানিও পাওয়া যাচ্ছেনা। দূর-দুরান্ত থেকে পানি সংগ্রহ করছে অনেকে। আবার, কেউ কেউ বাধ্য হয়ে দূষিত পানি পান করে আক্রান্ত হচ্ছে নানা রোগে।
সিডর ও আইলা বিদ্ধস্ত জেলার শরণখোলা, মোড়েলগঞ্জ, রামপাল, মোংলা, কচুয়া উপজেলায় প্রয়োজনীয় নলকূপ না থাকায় পুকুর ও দীঘির উপর নির্ভর করতে হয় স্থানীয়দের। বেশি বেশি পুকুর খনন, পুন:খনন এবং পুকুরে ফিল্টার লাগানোর দাবি জানিয়েছে উপকূলবাসী।
জেলায় প্রায় তিন হাজার পিএসএফ অর্থাৎ পুকুরে ফিল্টার লাগানো রয়েছে। কিন্তু, এর বেশিরভাগই অকেজো। লবনাক্ত এলাকায় পর্যাপ্ত পুকুর খননের আহবান জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর।
বিশুদ্ধ পানি নিশ্চিত করা না গেলে স্বাস্থ্যঝুঁকি বাড়বে বলে জানান, সিভিল সার্জন।
এদিকে, ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও দাগনভুইয়া উপজেলার বেশিরভাগ নলকূপে পানি উঠছে না। ইউনিয়ন পরিষদের গভীর নলকূপেও নেই পানির চিহ্ন। পানি সংগ্রহে দূর-দূরান্তে ছুটছে ভুক্তভোগীরা। পুকুর-ডোবার পানি পান করে ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে অনেকে।
খাল-জলাশয়ে পানির অভাবে ফসলের বীজ নিয়ে সংকটে পড়েছে চাষিরা। ভূগর্ভের স্তর নেমে যাওয়ায় গভীর নলকূপেও প্রয়োজনীয় পানি পাওয়া যাচ্ছে না। জেলার লক্ষাধিক নলকূপে এমন সমস্যা হয়েছে বলে জানায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।