করোনার মধ্যেও পশ্চিমবঙ্গের নাটকীয় নির্বাচনের ফলাফল জানা যাবে কাল
- আপডেট সময় : ০৮:২৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
কঠিন করোনা পরিস্থিতির মধ্যে এক মাসেরও বেশি সময় ধরে ভোটগ্রহণ হয়েছে পশ্চিমবঙ্গে। ৮ ধাপের এই নির্বাচনে গুলি চলেছে। মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে বুথ দখল আর ভোট কারচুপির। আবার করোনায় মৃত্যুও হয়েছে কয়েকজন প্রার্থীর। সব মিলিয়ে এই নাটকীয় নির্বাচনের ফলাফল জানা যাবে কাল।
এবারের পশ্চিমবঙ্গের আট পর্বের নির্বাচনে সমানে সমানে লড়াই করেছে তৃণমূল এবং বিজেপি। বাম, কংগ্রেস এবং আইএসএফ-এর জোটও কম যায়নি। কিন্তু শেষ পর্যন্ত কী হবে? কে যাবে ক্ষমতায়, জানা যাবে আগামী ২মে। তবে তার আগে ভারতীয় গনমাধ্যম এবং সেইসাথে বহু সংস্থাই বুথ ফেরত সমীক্ষা করেছে। যে সমীক্ষায় অনেকটাই এগিয়ে আছে তৃণমূল। পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট ২৯৪টি আসন। জেতার জন্য ম্যাজিক ফিগার ১৪৮। অর্থাৎ, যে দল ১৪৮ এর বেশি আসন পাবে, তারাই সরকার গঠন করতে পারবে।
এবিপি আনন্দ সি ভোটারের সমীক্ষা অনুযায়ী তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৬৪টি আসন। বিজেপি পেতে পারে ১০৯ থেকে ১২১টি আসন। জোট পেতে পারে ১৪ থেকে ২৫টি আসন।
জি নিউজের সমীক্ষায় রয়েছে দূর্দান্ত লড়াইয়ের ইঙ্গিত। সেখানে বিজেপি পেতে পারে ১৪৪টি আসন। তৃণমূল পেতে পারে ১৩২টি আসন। জোট পেতে পারে ১৫টি আসন। অন্যান্যরা পেতে পারে একটি আসন। অর্থাৎ, কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না।
ইন্ডিয়া টুডের সমীক্ষাতেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। বিজেপি ১৩৪ থেকে ১৬০টি আর তৃণমূল পেতে পারে ১৩০ থেকে ১৫৬টি আসন।
ডিডাব্লিউয়ের সমীক্ষাতেও এগিয়ে তৃণমূল। তবে বিজেপিও খারাপ জায়গায় নেই। সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ৭০টি আসনের ফলাফলই এবারের ভোটের নির্ধারক শক্তি বলে মনে করছে ডিডাব্লিউ।