করোনায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৪ দেশ থেকে সিঙ্গাপুরে প্রবেশে নিষেধাজ্ঞা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ বাড়ায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৪ দেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সিঙ্গাপুর। কাল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
শুক্রবার দেশটির করোনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের টাস্কফোর্স এ ঘোষণা দিয়েছে। বাংলাদেশের পাশাপাশি নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ওপরও এই নিষেধাজ্ঞা দিয়েছে সিঙ্গাপুর। এর আগে ভারতের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। গেল ১৪ দিনের মধ্যে যারা এই চার দেশে প্রবেশ করেছেন তাদের ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। সিঙ্গাপুরে ট্রানজিটেরও অনুমতি পাবেন না তারা। তবে সিঙ্গাপুরের নাগরিক ও স্থায়ী বাসিন্দারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।