শুধু ভারতের ওপর নির্ভর করে জাতিকে বিপদে ফেলেছে সরকার: মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
করোনা মোকাবিলায় ভ্যাক্সিন সংগ্রহে শুধু ভারতের ওপর নির্ভর করে জাতিকে বিপদে ফেলেছে সরকার, অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত তুলে ধরতে ভার্চূয়ালে এই সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। বাংলাদেশের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গের কারণে করোনার প্রথম ডোজের রেজিস্ট্রেশন বন্ধের সমালোচনা করেন তিনি।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অক্সিজেন পেতে বিকল্প ব্যবস্থা হিসেবে নিজেদের উৎপাদন করতে সরকারে প্রতি আহবান জানান। এসময় তিনি বলেন, দুর্নীতির কারণে দায়িত্বজ্ঞানহীন সরকার করোনা পরিস্থিতি মোকাবিলায় সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি।