করোনার টিকা নিয়ে সমন্বয় নেই স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে
- আপডেট সময় : ০৭:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
করোনার টিকা নিয়ে সমন্বয় নেই স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ১০ মের মধ্যে চীন থেকে আসছে করোনার টিকা। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর বলছে, তারা এ বিষয়ে এখনো কিছুই জানেন না। দুপুরে মহাখালীর ডিএনসিসি করোনা হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তিনি আরো জানান, ভারতীয় অ্যাস্ট্র্যাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ যথাসময়ে পাওয়ার চেষ্টা চলছে।
টিকা নিয়ে এই ধরনের টানাপোড়েন শুরু থেকেই। এরই মধ্যে ভারত থেকে টিকা পাওয়ার অনিশ্চয়তায় বন্ধ হয়ে যায় প্রথম ডোজের নিবন্ধন।
এরপর আলোচনায় আসে চীন ও রাশিয়া থেকে টিকা আনা বিষয়টি। তবে কবে আসবে তা নিয়েও সঠিক তথ্য নেই সংশ্লিষ্ট কারো কাছেই।
সোমবার দুপুরে মহাখালীর ডিএনসিসি করোনা হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে করোনা মোকিবেলাসহ কথা বলেন টিকা নিয়ে।
এদিকে, মহাখালীর এই হাসপাতালে দুটি অ্যাম্বুলেন্স এবং একটি লাশবাহী গাড়ি হস্তান্তর করে, উত্তর সিটি করপোরেশন। এসময় মেয়র আতিকুল ইসলাম মার্কেটে স্বাস্থবিধি মানতে কঠোর হুঁশিয়ারী দেন।