প্রায় দেড় মাস পর বসেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির, একনেক বৈঠক
- আপডেট সময় : ০১:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
প্রায় দেড় মাস পর বসেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির, একনেক বৈঠক। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর বন্ধ হয়ে যায় উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া। প্রতি সপ্তাহে কমিটির বৈঠক হলেও করোনার কারণে তা অনিয়মিত হয়ে যায়।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা গণভবন থেকে এতে ভার্চুয়ালী সভাপতিত্ব করেন। এতে ১০টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হয়। চলতি অর্থবছরের ২৪তম এ বৈঠকে গুরুত্ব পায় করোনা সংক্রমণ প্রতিরোধ ও টিকা কেনার বিষয়টি। উত্থাপিত প্রকল্পগুলোর অন্যতম হচ্ছে অর্থনৈতিক অঞ্চলসমূহে টেলিযোগাযোগ নেওয়ার্ক স্থাপন, উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপন এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ প্রকল্প।