রাষ্ট্রীয় বাণিজ্যিক সংস্থাগুলোকে আর ভর্তুকি না দিতে প্রধানমন্ত্রীর পরামর্শ
- আপডেট সময় : ০৭:১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
রাষ্ট্রীয় বাণিজ্যিক সংস্থাগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভাশেষে পরিকল্পনা মন্ত্রী জানান, সরকার এ কোম্পানিগুলোতে আর ভর্তুকি দিতে চায় না। এছাড়া প্রধানমন্ত্রী চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ব্যয় ও মেয়াদ কমানোর বিষয়ে নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
প্রায় দেড় মাস পর বসলো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক এর বৈঠক। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর বন্ধ হয়ে যায় উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা। গণভবন থেকে এতে ভার্চুয়ালী এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উত্থাপিত ১১ হাজার ৯০১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পই অনুমোদন করেছে একনেক । এতে সরকারি অর্থায়ন আট হাজার ৯৯১ কোটি ৪৪ লাখ, বৈদেশিক উৎস থেকে ঋণ দুই হাজার ৯৯ কোটি ৯১ লাখ আর সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০৯ কোটি ৯৮ লাখ টাকা।
চলতি অর্থবছরের ২৪তম এ বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের ভার্চুয়ালী জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, তিস্তাসেচ প্রকল্পের কমান্ড এলাকার সম্প্রসারণ ও পুনর্বাসনসহ উন্নয়ন প্রকল্পগুলো এই করোনার সংকটেও প্রাধান্য পেয়েছে। তবে প্রধানমন্ত্রী সরকারী আর্থিক সংস্থাগুলোকে সক্ষমতা অর্জনের তাগিদ দিয়েছেন ।
পরিকল্পনামন্ত্রী জানান, প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী দিয়েছেন।