করোনায় আক্রান্ত বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর গুঞ্জন
- আপডেট সময় : ০৭:১৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর গুঞ্জন চলছে। এজন্য আদালতের নির্দেশ প্রয়োজন হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নী জেনারেল। তবে নির্বাহী আদেশে মুক্ত থাকায় বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সরকারের সদিচ্ছাই যথেষ্ট বলে জানিয়েছেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। এদিকে, করোনা আক্রান্ত খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার চিকিৎসায় তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন ও দফায় দফায় হাসপাতালে নিলেও এখনো করোনা থেকে মুক্তি মেলেনি তার।
২৭ এপ্রিল বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পাশাপাশি গঠন করা হয় ১০ সদস্যদের মেডিকেল বোর্ড।
সপ্তাহ ধরে বার্ধক্যজনিত পুরনো কিছু রোগের পরীক্ষা নীরিক্ষা শুরু করে চিকিৎসক দল।
হঠাৎ করে সোমবার সকালে খালেদা জিয়ার শ্বাসকষ্ট শুরু হলে তাকে করোনারি কেয়ার ইউনিট-সিসিইউতে স্থানান্তর করা হয়।
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবর ছড়িয়ে পড়লে দলীয় ফোরামে উদ্বেগ দেখা দেয়। গুঞ্জন ওঠে বিদেশে পাঠানোর।
এমন পরিস্থিতিতে বেগম জিয়ার সুস্থ্যতায় উন্নত চিকিৎসায় বিদেশ ভ্রমনে সরকারের সদিচ্ছার উপর নির্ভর বলে মনে করেন সুপ্রীমকোর্ট বারের সাধারণ সম্পাদক।
তবে বিদেশে চিকিৎসার জন্য যেতে হলে আদালতে আসার কথা বলছেন অ্যাটর্নি জেনারেল।
দুপুরের পরে চিকিৎসকরা বৈঠক শেষে জানান সিসিইউতে খালেদা জিয়া আগের চেয়ে ভালো রয়েছেন -গণমাধ্যমেকে জানিয়েছেন বিএনপি মহাসচিব।