পদ্মা সেতুর উদ্বোধনের দিনই চালু হবে রেল সেতু : রেলমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
পদ্মা সেতুর উদ্বোধনের দিনই চালু হবে রেল সেতু’ এমন মন্তব্য করেছে- রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন।
দুপুর ১২ টায় মাওয়া রেল স্টেশন ও ভায়াডাক্ট পরিদর্শন কালে এসব কথা জানান মন্ত্রী। ইতোমধ্যে রেল সেতুর মূল কাজের প্রায় ৪১ শতাংশ শেষ হয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের দিনই মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চলবে রেল। মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত কাজের ৬৬ শতাংশ শেষ হয়েছে।মোট ৪টি রেল স্টেশনের বাকী কাজ খুব দ্রত শেষ হবে বলেও জানান তিনি। পরে মাওয়া স্টেশন পরিদর্শন শেষে তিনি জাজিরার অংশ পরিদর্শনের উদ্দেশ্য রওনা হন।