সিসিইউতে বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
সিসিইউতে বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেডিকেল টিমের মাধ্যমে সুস্থতা চেয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া।
সকালে ফোনে গণমাধ্যমে এমন তথ্য জানান মহাসচিব। এসময় তিনি জানান, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। পাশপাশি সরকারের সদিচ্ছার ওপরও নির্ভর করছে বলে জানান এই নেতা। এছাড়া, গেল রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানান মেডিকেল বোর্ডের সদস্য প্রফেসর ডাক্তার জাহিদ হোসেন। খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাছাড়া, অবস্থার অবনতি হলে দ্রুত পদক্ষেপ নিতেই এখনো সিসিইউতে রাখার পরামর্শ দেন চিকিৎসকরা।