মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক বিজয় লাভে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
বুধবার মমতা ব্যানার্জিকে ড. মোমেন এ অভিনন্দন বার্তা পাঠান। বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো সরকার গঠনে জনগণের সমর্থন লাভ করেছে, যা আপনার নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অব্যাহত আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ।
ড. মোমেন আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। বিগত কয়েক বছরে দু’দেশের পারস্পারিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো আরও প্রসারিত হয়েছে । পাশাপাশি অঙ্গীকার ও সহযোগিতার মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরও দৃঢ় এবং অনিষ্পন্ন বিষয়গুলোর সমাধান হবে বলে বিশ্বাস করি।’