অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ
- আপডেট সময় : ১১:৪২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। লঙ্কানদের আথিতেয়তা দিতে আজ আনুষ্ঠানিকভাবে সিরিজের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ২৩ মে। মাঝে একদিন বিরতির পর ২৫ মে মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ও শেষ ওয়ানডে ২৮ মে। তিনটি ম্যাচই দিবা-রাত্রির। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজের আগে ২১ মে সাভারে বিকেএসপিতে নিজেদের মধ্যে একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা দল। এর আগে ১৬ মে বাংলাদেশের উদ্দেশ্যে দেশ ছাড়বে শ্রীলঙ্কা দল। ওয়ানডে সিরিজ শেষে ২৯ মে বাংলাদেশ ছাড়বে লঙ্কানরা।এদিকে, নিউজিল্যান্ড সিরিজের ব্যর্থতা ভুলে শ্রীলংকার বিপক্ষে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ মনে করেন সৌম্য সরকার। সাকিব-মোস্তাফিজের অন্তর্ভুক্তি দলের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করেন তিনি।