আফগানিস্তানে নতুন করে যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
আফগানিস্তানে নতুন করে যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে রয়েছে ৬টি বি৫২ লংরেঞ্জ বোম্বার এবং ১২টি এফ১৮ যুদ্ধবিমান। মার্কিনিদের ওপর তালেবান যেন হামলা চালাতে না পারে, সে জন্যই এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সেনাপ্রধান।
এদিকে আফগানিস্তান যুদ্ধে ইতি টানার ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নাইন ইলেভেন হামলার দুই দশকপূর্তির আগেই আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ মার্ক মাইলি বলেন বর্তমানে আড়াই হাজার সেনা ও ১৬ হাজার মার্কিন বেসামরিক ঠিকাদার রয়েছে আফগানিস্তানে। এদিকে গত কয়েক মাসে আফগান বাহিনীর সঙ্গে তালেবানের তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। সরকারি বাহিনী ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দিনে ৮০ থেকে ১২০টি হামলা চালাচ্ছে তালেবানরা।