স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা অনুপ ভট্টাচার্য আর নেই
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও সুরকার অনুপ ভট্টাচার্য আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। বয়স হয়েছিল ৭৭ বছর। এই সংগীতশিল্পী দীর্ঘদিন ধরে হৃদ্ রোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন।
তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি তপন মাহমুদ। জানা গেছে, অনুপ ভট্টাচার্যের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ১৯৪৪ সালের ১৪ জুলাই সিলেটে জন্ম গ্রহণ করেন অনুপ ভট্টাচার্য । স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’ ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোলো তোলো’- এমন অনেক ঐতিহাসিক সমবেত গানের অন্যতম রুপকার কণ্ঠযোদ্ধা অনুপ ভট্টাচার্য।