বিতর্কিত সুপার লিগ নিয়ে বিশ্ব ফুটবল অঙ্গণে তোলপাড়
- আপডেট সময় : ০১:১৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
বিতর্কিত সুপার লিগ নিয়ে তোলপাড় বিশ্ব ফুটবল অঙ্গণ। আনুষ্ঠানিকভাবে উয়েফার সঙ্গে পুরনো সম্পর্কে ফেরার একটা চুক্তিপত্রও সই করেছে ৯টি ক্লাব। তবে এখনো সুপার লিগে থেকে সরে যাওয়ার ঘোষনা না দেওয়া রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আভাস দিয়েছে উয়েফা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বী হিসেবে ইউরোপিয়ান সুপার লিগ চালুর আনুষ্ঠানিক ঘোষণায় ক্লাবগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনার কথা জানায় উয়েফা কর্তৃপক্ষ। ১২টি ক্লাবের মধ্যে ৯টি সরে আসে নিজেদের সিদ্ধান্ত থেকে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ আর য়্যুভেন্তাস-এই তিনটি ক্লাব এখনো সিদ্ধান্ত অনড়। উয়েফার সঙ্গে সমঝোতা চুক্তি না করায় শাস্তির হুমকি দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি। আনুষ্ঠানিকভাবে উয়েফার সঙ্গে পুরনো সম্পর্কে ফেরার চুক্তিপত্রে সই করলো ৯টি ক্লাব। ১৮ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের বিপরীতে বিতর্কিত সুপার লিগ আয়োজন ঘোষণা দিয়েছিল ক্লাবগুলো।