সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ, পটুয়াখালী ও সাতক্ষীরায় তিনজন নিহত
- আপডেট সময় : ০২:১৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ, পটুয়াখালী ও সাতক্ষীরায় তিনজন নিহত হয়েছে।
ময়মনসিংহের নান্দাইলে ট্রাক চাপায় আব্দুল আওয়াল খান সুফল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হন সারোয়ার নামে অপর মোটরসাইকেল আরোহী। গেলো রাতে উপজেলার আমলিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে আওয়াল এবং সারোয়ার মোটরসাইকেলে করে নান্দাইল পৌর শহরের দিকে যাওয়ার পথে কিশোরগঞ্জগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আওয়াল মারা যান।
পটুয়াখালীর মির্জাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রফিকুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার গাবুয়া বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রফিকুল চান্দুয়াখালী বাজার থেকে মোটরসাইকেলে করে যাওয়ার পথে গাবুয়া বাজারে এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে, সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সুফিয়া খাতুন নামের এক নারী নিহত হয়েছে। গেলরাতে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ সরদার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।