যশোরে ভারত-ফেরত ছয় যাত্রীর শরীরে করোনার ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত
- আপডেট সময় : ০৭:১৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
দেশে করোনা ভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর। যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আসা ৬ যাত্রীর দেহে এই ধরন পাওয়া গেছে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। এ সময় আরো জানানো হয়, গেল সপ্তাহে মৃত্যুর হার কমেছে ৩৪ শতাংশ। তারপরও ২৪ ঘন্টায় মারা গেছেন আরো ৪৫ জন।
শনিবার দুপুরে দেশের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় তিনি জানান, প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় আরো ৪৫ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ১১ হাজার ৮শ ৭৮ জন। তবে গেল সপ্তাহের তুলনায় মৃত্যুর হার ৩৪ শতাংশের বেশী কমেছে বলেও জানান তিনি।
আশার পাশাপাশি শঙ্কার কথাও জানান নাসিমা সুলতানা। বলেন যশোরের বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করা ৬ বাংলাদেশীর মাঝে করোনার ভারতীয় ধরণ পাওয়া গেছে।
এমন পরিস্থিতিতে বিধিনিষেধ কঠোর ভাবে অনুসরণ করা প্রয়োজন বলেও মত দেন তিনি।
ঈদে ঘরমুখো মানুষদের স্বাস্থ্যবিধি মেনে চলঅর ওপর জোর দেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।