ভারত ফেরত যাত্রীদের মধ্যে ২ জনের শরীরে ভারতীয় ভেরিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে
- আপডেট সময় : ০৯:৩৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত যাত্রীদের মধ্যে ২ জনের শরীরে ভারতীয় ভেরিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে।
করোনার প্রাদুর্ভাব রোধে ভারতের সাথে সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পর গেল ২৬ এপ্রিল থেকে আটকে পড়া বাংলাদেশীরা বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরছেন। গেল ৪ মে পর্যন্ত বেনাপোল সীমান্ত দিয়ে ১ হাজার ৫শ’ ৭৭ জন দেশে ফিরেছেন। তাদেরকে বেনাপোলসহ যশোর ও পাশর্বর্তী ৪ জেলার হোটেলসহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ১৬ জন করোনা পজেটিভ যাত্রীর নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জোনাম সেন্টারের পিসিআর ল্যাবে পরীক্ষায় পাঠানো হয়। এর মধ্যে ৩ জনের নমুনা পজেটিভ এসেছে। এই ৩ জনের মধ্যে ২ জনের শরীরে করোনার ভারতীয় ভেরিয়েন্টের অস্তিত্ব মিলেছে বলে নিশ্চিত করেছেন জোনাম সেন্টারের সহযোগী পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল কবীর জাহিদ। তিনি বলেন, তবে এটি ডাবল মিউট্যান্ট নয়।