যথাযথ মর্যাদায় সারাদেশে লাইলাতুল কদর পালিত
- আপডেট সময় : ০৯:৫০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
সারাদেশে যথাযথ মর্যাদায় মুসলিম উম্মাহর পবিত্র ও বরকতময় রজনী- লাইলাতুল কদর পালিত হয়েছে। ইসলামী মতাদর্শ অনুযায়ী, মানব জাতির জীবন-ব্যবস্থা ও পথপ্রদর্শক পবিত্র কোরআন নাজিল হওয়ায় বিশেষ কল্যাণ ও তাৎপর্যপূর্ণ এই রাত। হাজার মাসের শ্রেষ্ঠতম এ রাতে সারাদেশের মসজিদে মসজিদে ইবাদত-বন্দেগীতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসলমানরা।
লাইলাতুল কদর- মানে অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনী। আরবি ভাষায় ‘লাইলাতুল’ অর্থ হলো রাত্রি বা রজনী এবং ‘কদর’ শব্দের অর্থ সম্মান, মর্যাদা, মহাসম্মান। এ ছাড়াও এর অন্য অর্থ হচ্ছে; ভাগ্য, পরিমাণ ও তাকদির নির্ধারণ করা। ইসলামে স্রষ্টার বন্দনায় রাতের প্রার্থনার গুরুত্ব ব্যাপক।
পবিত্র এই রাতটির তাৎপর্য জানতেই কথা হয় ইসলামী চিন্তাবিদদের সঙ্গে। তারা জানান, কেন এই রাতকে দেয়া হয়েছে হাজার মাসের শ্রেষ্ঠ মর্যাদা।পবিত্র এই রাতের উসিলায় করোনা থেকে মুক্তির ফরিয়াদ কবুল হতে পারে বলেও মনে করেন তারা।গেল বছরের মতো এবারো করোনা মহামারীর মাঝেই লাইলাতুল কদর উদযাপন করছে মুসলিম উম্মাহ।
ইমামের সাথে নামাজের পাশাপাশি নফল ইবাদতের মধ্য দিয়ে স্রষ্টার কাছে অন্তরের সব আর্জি জানান তার সৃষ্টিরা। সবার মোনাজাতেই প্রাণঘাতী করোনা থেকে মুক্তির আকুলতা।পাশাপাশি পরলোকে পাড়ি দেয়া প্রিয়জনদের রূহের মাগফিরাত কামনায় দোয়াও করেন সবাই।
সেহরী শেষে ফজরের নামাজ পর্যন্ত মসজিদে মসজিদে চলবে ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত ও প্রার্থনা।