১২ মে বাংলাদেশে পৌঁছাবে চীনের দেয়া ৫ লাখ ডোজ টিকা
- আপডেট সময় : ০২:১০:০১ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
উপহার হিসেবে চীনের দেয়া ৫ লাখ ডোজ করোনার টিকা ১২ মে বাংলাদেশে পৌঁছাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং।
এসময় তিনি আরও বলেন, করোনা মোকাবিলায় বাংলাদেশসহ ৬ দেশের জোটে ভারতকে প্রস্তাব দেওয়া হলেও তারা এখনো জোটে যোগ দিতে প্রস্তুত নয়। সোমবার কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডি-ক্যাবের সঙ্গে অনলাইন আলোচনায় চীনের রাষ্ট্রদূত এই তথ্য জানান। লি জিমিং বলেন, অনেক দেশেই চীনের টিকার চাহিদা আছে। বাণিজ্যিকভাবে টিকা পেতে বাংলাদেশ ৩০ এপ্রিল প্রস্তাব দিয়েছে। আগে অনুমতি দিলে চীনের টিকা বাংলাদেশ আগেই পেতো। ফলে এখন দ্রুত টিকা পাওয়ার তালিকায় পেছনে পড়ে গেছে বাংলাদেশ। এসময় চীনের রাষ্ট্রদূত আরো বলেন, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট কোয়াডে ঢাকা যোগ দিলে বাংলাদেশ-চীন সম্পর্ক অবনতি হতে পারে। জানান, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিলে তিস্তা প্রকল্প নিয়ে কাজ করবে চীন।