জেরুজালেমে তৃতীয় রাতের মত ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ
- আপডেট সময় : ০৮:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
জেরুজালেমে তৃতীয় রাতের মত ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে। আশঙ্কা করা হচ্ছে সোমবার ইহুদি জাতীয়তাবাদীদের মিছিলকে কেন্দ্র করে সহিংসতা আরও বাড়তে পারে। রবিবার রাতে ফিলিস্তিনিরা ইসরায়েলি পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে, এর জবাবে পুলিশ কর্মকর্তারাও স্টান গ্রেনেড এবং জল কামান ব্যবহার করেছে।
বার্ষিক জেরুজালেম দিবস উপলক্ষে পতাকা মিছিলের আয়োজন করেছে ইহুদিরা। ইসরায়েলের সাবেক উচ্চপদস্থ প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তা এই মিছিল বাতিল করার অথবা অন্য পথ দিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন। পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকা থেকে ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করার হুমকি দেয়ার পর শহরে উত্তেজনা বেড়ে যায়। এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জেরুজালেমের পুলিশের কার্যকলাপকে সর্মথন করে বলেছেন তার সরকার শান্তিপূর্ন অবস্থাকে নষ্ট করার জন্য কোন প্রকার কট্টরপন্থী কার্যকলাপকে প্রশ্রয় দেবে না।