সিলেটে শপিংমলে বিধিনিষেধ মানা হলেও ফুটপাতের দোকানে এ ব্যাপারে সবাই উদাসীন
- আপডেট সময় : ০৮:৩৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
ঈদ উপলক্ষে সিলেটে এবার দেশীয় পোশাকের চাহিদাই বেশি। তবে, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেতা-বিক্রেতারা। এদিকে, শপিংমলে বিধিনিষেধ মানা হলেও, ফুটপাত ও ছোটোখাটো দোকানে এ ব্যাপারে সবাই উদাসীন। স্বাস্থ্যবিধি তদারকি ও আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে প্রশাসন।
করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে শপিংমল খোলার পর জমে উঠেছে ঈদের কেনাকাটা। তবে, বড় বিপনিবিতানে স্বাস্থ্যবিধি মানা হলেও, ফুটপাতে চিত্র ভিন্ন।
সিলেটে দেশীয় পোশাকের চাহিদাই এবার বেশি। টাংগাইল সুতী, জামদানী, কাতান শাড়ি আর দেশীয় ব্রান্ডের পাঞ্জাবি কিনছে ক্রেতারা। তবে, দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
ঢাকার সাথে যান চলাচল বন্ধ থাকায়, পন্য পরিবহন খরচ কিছুটা বেড়েছে। তাই দামও সামান্য বেশি বলে স্বীকার করে বিক্রেতারা।
স্বাস্থ্যবিধি তদারকি ও কেনাকাটা নির্বিঘ্ন করতে মাঠে রয়েছে আইন শৃঙ্খলা-বাহিনী।
যথাযথ স্বাস্থ্যবিধি না মানলে ভয়াবহ সংক্রমন হতে পারে বলে শংকা জানায়, সংশ্লিষ্টরা।