পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে দু’ জন নিহত
- আপডেট সময় : ০৭:৩৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে ইমরান হোসেন ও আরিফ হোসেন নামের দু’ জন নিহত হয়েছে। অন্যদিকে সিরাজগঞ্জ ও সাতক্ষীরার দেবহাটা থেকে ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে সাঁথিয়ার ছোট পাথাইলহাট গ্রামের ইমরান হোসেন বাড়ির পাশে মাঠে বেগুন তুলছিলেন আর সিরাজগঞ্জের শাহজাদপুরের পুটিয়া গ্রামের আরিফ হোসেন সাঁথিয়ার আফরা গ্রামের মাঠে বাঙ্গি তুলছিলেন। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।
সিরাজগঞ্জের ঘোড়াচরায় ইট ভাটার দেয়াল ধ্বসে চাপা পড়ে এক ভাটা শ্রমিক নিহত হয়েছে। সকালের দিকে শ্রমিকরা ইট সরানোর কাজ করছিল। বৃষ্টির কারণে ইটের দেয়াল দুর্বল হয়ে পড়ে, ফলে ইট সরোনোর সাথে সাথেই দেয়াল ধ্বসে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সাতক্ষীরার দেবহাটায় স্বামী কর্তৃক স্ত্রী তাসলিমা খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সকালে উপজেলার সুশীলগাতি এলাকার একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, পিটিয়ে হত্যার পর তার মরদেহ আম বাগানে ফেলে পালিয়েছে স্বামী আজিবর রহমান। নিহতের মাথা, ঘাড় ও পিটসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহৃ রয়েছে।