বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ছাড়াল
- আপডেট সময় : ০২:১৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
১৬ কোটি ছাড়াল বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আরও ১৩ হাজার ৬৩৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ২২৮ জন।
আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৩ লাখ ৩১ হাজার ২৪৪ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৩ লাখ ৩১ হাজার ২৯৬ জনের। নতুন শনাক্ত হয়েছে ৭ লাখ ২৬ হাজার ২২৮ জনের। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এখনও সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লাখ ৫৫ হাজার ১১৫ জন। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৯৪৬ জনের। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এর পরেই রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৮ জনের।মৃত্যু হয়েছে ২ লাখ ৫৪ হাজার ২২৫ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৯৩ লাখ ৭৬ হাজার ৬৫০ জন। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ১ কোটি ৫২ লাখ ৮৫ হাজার ৪৮ জনের। মারা গেছেন ৪ লাখ ২৫ হাজার ২২৫ জন। তালিকার পরবর্তী অবস্থানে থাকা দেশগুলো হলো- তৃতীয় ফ্রান্স, চতুর্থ তুরস্ক, ষষ্ঠ রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম স্পেন এবং দশম অবস্থানে জার্মানি।