চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম
- আপডেট সময় : ০৮:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের দ্বিতীয় বৃহত্তম সংগঠন- চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে টানা পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী নেতা মাহবুবুল আলম।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সাইফ পাওয়ারটেকের এমডি তরফদার রুহুল আমীন ও সহ-সভাপতি হয়েছেন প্যাসিফিক জিন্সের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর। মঙ্গলবার নতুন গঠিত পরিচালনা পরিষদের প্রথম বৈঠকে দেশের দ্বিতীয় শীর্ষ এই ব্যবসায়ী সংগঠনের তিন শীর্ষ নেতাকে নির্বাচিত করেন পরিচালকরা। এর আগে নির্বাচনের মাধ্যমে চট্টগ্রাম চেম্বারের নতুন পরিচালনা পরিষদ নির্ধারণের উদ্যোগ নেয়া হয়। তবে তিনটি গ্রুপে ২৪ জন পরিচালকের বিপরীতে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। করোনার এই বিপর্যয়কর পরিস্থিতিতে ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় কাজ করাই নতুন পরিষদের প্রধান কাজ হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত ব্যবসায়ী নেতারা।