সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।
সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় ও বুধবার রাতে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার তবারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনেই ছিলেন পথচারী।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই গোপাল চন্দ্র জানান, সকালে সেতুর পশ্চিমে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় ওই যুবক নিহত হয়। অন্যদিকে, ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তবাড়িয়া এলাকায় রাস্তা পারাপারের সময় এক নারী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। হয়েছে।