ফিলিস্তিনে হামলার প্রতিবাদে রাজধানীতে জাসদের মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজায় নিরপরাধ সাধারণ মানুষের ওপর নির্বিচারে বোমা বর্ষণ ও হামলার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে জাতীয় সমাতান্ত্রিক দল জাসদ ।
সকালে শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে মানবন্ধনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার বক্তব্য রাখেন। এসময় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আল আকসা মসজিদ চত্বরে ঢুকে ইসরাইলি পুলিশের বেধড়ক লাঠিপেটা, কাঁদানে গ্যাস এবং ফিলিস্তিনিদের নিহতের ঘটনার নিন্দা জানান। ইসরাইল ন্যাক্কারজনকভাবে ফিলিস্তিনের নামাজরত মানুষের ওপর হামলা করেছে। এমন বর্বর হামলার পরেও বিশ্ব সম্প্রদায় চুপ হয়ে আছে।তিনি বলেন, ইসরায়েল অভিশপ্ত জাতি। তাদের এ উগ্রবাদী আচরণ নতুন নয়। এসময় ইসরাইলিদের উগ্রবাদের বিরুদ্ধে সকল রাস্ট্রকে আন্দোলন গড়ে তোলার আহবান তিনি।