নিউক্যাসলকে ৪-৩ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ফেরান তোরেসের হ্যাট্রিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আরো একটা জয় পেয়েছে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। নিউক্যাসলকে ৪-৩ গোলে হারিয়েছে সিটিজেনরা।
সেইন্ট জেমস পার্কে প্রথম গোল পায় স্বাগতিকরা, ২৫ মিনিটে স্কোর শিটে নাম তোলেন নিউক্যাসলের সুইডিশ ডিফেন্ডার এমিল ক্রাফথ। ৩৯ মিনিটে সমতা ফেরান হোয়াও পেদ্রো। ৩ মিনিট পর সিটিজেনদের ২-১ এর লিড এনে দেন ফেরান তোরেস। প্রথমার্ধের যোগ করা সময়ে জোয়েলিন্টনের পেনাল্টি থেকে করা গোলে ২-২ এর সমতা নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। ৬২ মিনিটে আবারো এগিয়ে যায় নিউক্যসল, গোল করেন উইলক। তবে ৬৪ ও ৬৬ মিনিটে সিটিজেনদের স্প্যানিশ অ্যাটাকার ফেরান তোরেস জোড়া গোল করে পূরণ করেন হ্যাট্টিক, আর দলকে এনে দেন ৪-৩ ব্যবধানের জয়।