পশ্চিমবঙ্গে আজ থেকে দুই সপ্তাহের লকডাউন শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
মহামারি করোনাভাইরাস মোকাবিলায় ভারতের পশ্চিমবঙ্গে আজ থেকে দুই সপ্তাহের লকডাউন শুরু হচ্ছে। বন্ধ থাকবে সরকারি বেসরকারি সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান।
বাস, মেট্রো এবং ফেরিও বন্ধ থাকবে। তবে, মুদি এবং নিত্যপ্রয়োজনীয় দোকানপাট সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। এছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। মহামারি করোনাবাইরাসে দেওয়া এই লকডাউনে সব ধরনের সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ভারতে করোনায় শনিবারে মারা গেছে ৪ হাজার ৯০ জন। মোট প্রাণহানি দুই লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। একদিনে শনাক্ত তিন লাখ ১০ হাজারের বেশি। এ নিয়ে করোনাভাইরাসে মোট শনাক্ত দুই কোটি ৪৬ লাখ ছাড়ালো।