ঈদের ছুটি শেষে খুলেছে অফিস্ আদালত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ঈদুল ফিতরের তিন দিনের সরকারি ছুটি শেষে খুলেছে সরকারি-বেসরকারি অফিস। সকাল থেকে চলছে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বীমা ও শেয়ারবাজারের কার্যক্রম।
অফিস খুললেও কর্মীদের উপস্থিতি ছিল কম। কাজকর্ম চলছে ঢিলেঢালা। সবার মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। রোববার সকাল থেকে সচিবালয়ে বেশিরভাগ মন্ত্রণালয় ও বিভাগেই শূন্যতা বিরাজ করছে। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম। মন্ত্রণালয়গুলোর জরুরিসেবা সংশ্লিষ্ট দু-একটি শাখা খোলা রয়েছে। সরকারি বেসরকারি ব্যাংক চললেও গ্রাহক উপস্থিতি ছিল কম। বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি শুরু হয়, শেষ হয়েছে শনিবার।