ইসরাইলী প্রধানমন্ত্রীকে হামাস নেতার হুঁশিয়ারি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
গাজায় হামাস প্রধান ইয়াহিয়া আল সিনওয়ারের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এই হামলার নিন্দা জানিয়ে আগুন নিয়ে না খেলতে ইসরাইলী প্রধানমন্ত্রীকে হুশিয়ার করেছেন ।
ফিলিস্তিনিদের ওপর অব্যাহত ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়েছেন ইসমাইল হানিয়া বলেন, ইসরাইলিরা আল–আকসা মসজিদ ধ্বংস করে দেয়ার লক্ষ্য নিয়ে হামলা শুরু করেছে। কাতারের রাজধানী দোহায় হামাস প্রধান এসব কথা বলেন। রোববার গাজায় হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার প্রধান ইয়াহিয়া আল সিনওয়ারের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। তবে হামলায় এ নেতার কোনো ক্ষতি হয়েছে কিনা বা তিনি হামলার সময় বাড়িতে অবস্থান করছিলেন কিনা তা নিশ্চিত করা হয়নি।