বর্তমান বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ানোর সুপারিশ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
প্রাণঘাতী ভাইরাস করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের বিকল্প নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দূরপাল্লার বাস বন্ধ রাখাসহ বর্তমান বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ানোর সুপারিশ করা হবে।
সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ভারতের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বর্ডার বন্ধ রাখার প্রস্তাব দেয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ভারতীয় ভ্যারিয়েন্ট রুখতে সীমান্ত বন্ধ রাখার সুপারিশ রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এছাড়া দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন এখন যেমনি বন্ধ রয়েছে, তেমনি এসব বন্ধ রাখারই প্রস্তাব থাকবে। করোনা টিকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সাথে আলোচনা হচ্ছে এবং খুব শীগগিরই এ বিষয়ে ভালো খবর পাওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।