গাজায় আল-জাজিরা ও এপি’র কার্যালয় গুঁড়িয়ে দেয়ায় সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্তের আবেদন
- আপডেট সময় : ০৮:৪১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
অবরুদ্ধ গাজায় আল-জাজিরা ও এপি’র কার্যালয়– বহুতল ভবন আল-জালা টাওয়ার গুঁড়িয়ে দেয়ায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্তের আবেদন জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সাংবাদিক ও তথ্য অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আরএসএফের মহাসচিব ক্রিস্টোফ ডেলোর বলেন, ইচ্ছাকৃতভাবে মিডিয়া আউটলেটে হামলা যুদ্ধাপরাধের শামিল। এভাবে মিডিয়া আউটলেটগুলো ধ্বংস করে ইসরায়েলি বাহিনী কেবল সংবাদ কার্যক্রমের অগ্রহণযোগ্য ক্ষতিই করছে না, তারা একটি জনসম্পৃক্ত সংঘাতের বিষয়ে মিডিয়া কাভারেজেও বাধা দিচ্ছে। আল-জালা টাওয়ারে হামলার পর একাধিক টুইটে আরএসএফ মহাসচিব বলেন, ভবনটি হামাস বা অন্য কোনও যোদ্ধা বাহিনী ঢাল হিসেবে ব্যবহার করলেও তা মিডিয়াকে সামরিক লক্ষ্যবস্তু বানানোর বৈধতা দেয় না। এটি পরিষ্কার যুদ্ধাপরাধ। গেল শনিবার আকস্মিক হামলা চালিয়ে গাজার ১১তলা বিশিষ্ট আল-জালা ভবন গুঁড়িয়ে দেয় ইসরায়েল। ভবনটিতে আল-জাজিরা, এপিসহ কয়েকটি মিডিয়ার কার্যালয় ছিল। ছিল কিছু আবাসিক অ্যাপার্টমেন্টও।