ঝুঁকি নিয়ে ঈদের পর রাজধানীতে ফিরছেন হাজার হাজার মানুষ
- আপডেট সময় : ০৭:৫৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদ আর চাকরি বাঁচাতে গ্রাম থেকে ঝুঁকি নিয়ে ঈদের পর রাজধানীতে ফিরছেন হাজার হাজার মানুষ । মঙ্গলবার সকাল থেকে রাজধানীর প্রবেশমুখগুলোতে ছিলো ঢাকা ফেরা কর্মজীবী মানুষের ভিড়। তাদের অভিযোগ-গন্তব্যে ফিরতে পোহাতে হয়েছে নানমুখী বিড়ম্বনা। গুনতে হচ্ছে কয়েকগুণ বাড়তি ভাড়াও। এখন অধিকাংশ যাত্রীর ভরসা সিএনজিচালিত অটোরিকশা। এই সুযোগে সিএনজি চালকরাও ২/৩ গুণ বেশি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ যাত্রীদের।
করোনা সংক্রমণরোধে দূরপাল্লার যান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় যাত্রীরা ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহনে বাড়তি ভাড়া, অন্তহীন ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে ফিরছেন রাজধানীতে।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর চাকরিজীবীরা কাজে যোগদানের জন্য পরিবার-পরিজন নিয়ে ছুটছেন কর্মস্থলের দিকে।
যাত্রীরা জানান, চাকরি বাঁচাতে কর্মস্থলে ফিরতে হবে। তাই অতিরিক্ত ভাড়া দিয়েই ফিরছেন তারা।
সড়ক-মহাসড়কে আগের মতোই ঝুঁকি নিয়ে ছোট ছোট যানবাহনে চড়ে ভেঙে ভেঙে ঢাকায় ফিরছেন মানুষ। যাত্রীদের দাবি সরকার গণপরিবহন খুলে দিলে এতো ভোগান্তি হতো না তাদের।
সরকারি নির্দেশনা অমান্য করে ঈদের আগে নাড়ির টানে বাড়ি ছুটেছিলেন এসব মানুষ।