ঝিনাইদহে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৩১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ঈদ উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। সদর উপজেলার উদয়পুরে এ উপলক্ষে উৎসবের আয়োজন করে গ্রামবাসী। হারিয়ে যাওয়া এ লাঠিখেলা দেখতে ভিড় করে নানা বয়সের মানুষ। খেলাটি টিকিয়ে রাখতে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দরকার বলে মনে করেন, দর্শনার্থীরা।
রঙ-বেরঙয়ের পোশাক পরে বাদ্যের তালে তালে নানা ভঙ্গিতে লাঠির কসরত দেখায় লাঠিয়ালরা। প্রতিপক্ষের হাত থেকে নিজেকে রক্ষা ও পাল্টা আঘাত করতে ঝাঁপিয়ে পড়ে তারা। ঢোলের শব্দে খেলায় বিরাজ করে টানটান উত্তেজনা। এসব দেখে করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ জোগায় দর্শকরা।
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে লাঠি খেলা। কিছুটা রূপান্তরিত এই খেলা দেখতে ভিড় করেছে নানা বয়সী মানুষ। নিজেকে আর দর্শকদের আনন্দ দেওয়ার জন্যই দেশের বিভিন্ন স্থানে ছুটে যান বলে জানান খেলোয়াড়রা। একে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দরকার বলে মনে করেন দর্শনার্থীরা।
ঈদ আনন্দ ভাগাভাগি আর গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন বলে জানান, আয়োজকরা।
সকাল থেকে দুপুর পর্যন্ত এ খেলায় অংশ নেয় ঝিনাইদহের বিভিন্ন উপজেলার পাঁচটি দলের ৪০ জন লাঠিয়াল। প্রথম হন শৈলকুপা উপজেলার বৃত্তিপাড়ার লাঠিয়াল আমির হামজা।