রাষ্ট্রের বেতনভোগী আমলারা এখন সরকারি দলের নেতার মতো আচরণ করছেন
- আপডেট সময় : ০৭:২৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
রাষ্ট্রের বেতনভোগী আমলারা এখন সরকারি দলের নেতার মতো আচরণ করছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, এ অবস্থার জন্য আওয়ামী লীগের ভোটার-বিহীন নির্বাচনই দায়ী। আমলারা এখন প্রকাশ্যে রাজনীতিতেও জড়িয়ে পড়ছেন। এমন পরিস্থিতির জন্য দল হিসেবে আওয়ামী লীগের অদক্ষতা ও রাজনৈতিক দুর্বলতাকে দায়ী করেন বিএনপি মহাসচিব। আর রোজিনাকে শাস্তি দিয়ে সরকার সব সাংবাদিককে শিক্ষা দিচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
গ্রেফতারকৃত সব সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।
শুরুতে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, করোনা পরবর্তী হার্ট ও কিডনী সমস্যায় ভুগছেন তিনি। সাংবাদিক রোজিনা ইসলামকে কারাগারে পাঠিয়ে সরকার সব সংবাদকর্মীকে শিক্ষা দিতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। রাষ্ট্রের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করার পেছনে সরকারকে দায়ী করে বিএনপি মহাসচিব বলেন, আমলারাই এখন সরকারী দলের নেতায় পরিণত হয়েছেন।
পুলিশ-হেফাজতে রিমান্ডের নামে নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, বন্দী করে গুম-হত্যার মাধ্যমে যতই নির্যাতন করা হোক না কেন–এই সরকারের শেষ রক্ষা হবে না। সরকার জনগণকে ভয় দেখিয়ে স্তব্ধ করতে চাইলেও নির্যাতন-নিপীড়ন থেকে রক্ষায় দানব সরকারকে সরাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।